মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, গাইবান্ধা অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন ২৫ আগস্ট দুপুরে শহরের গোডাউন রোডে অনুষ্ঠিত হয়েছে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মোঃকামারুজ্জামান এই অফিসের উদ্বোধন ঘোষনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধার উপ-পরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান। বগুড়া অঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব শাহ মো. গোলাম মওলার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক কার্যালয় গাইবান্ধার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ পার্থ কমল কুন্ডু।
এছাড়াও উপ পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধার সকল কর্মকর্তা, এসআরডিআই–এর বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ,কৃষি সংশ্লিষ্ট অনান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি অফিসারগণ, কৃষক–কৃষাণী এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এসআরডিআই গাইবান্ধার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস