Wellcome to National Portal
Main Comtent Skiped

Introduction

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) কৃষি মন্ত্রণালয়ের অধীন একটি সরকারী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি ১৯৬১ সনে ‘সয়েল সার্ভে প্রজেক্ট অব পাকিস্তান’ নামে যাত্রা শুরু করে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর ১৯৭২ সনে কৃষি মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠানটি ‘মৃত্তিকা জরিপ বিভাগ’ রূপে পরিচিতি লাভ করে এবং পরবর্তীতে ১৯৮৩ সনে ‘মৃত্তিকা জরিপ বিভাগ’ পুনর্গঠন ও সম্প্রসারণ করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (Soil Resource Development Institute - SRDI) নামে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ২০২০ সাল হতে এ কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। এ কার্যালয়টি বিসিএস কৃষি ক্যাডারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (গ্রেড-৪), উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (গ্রেড-৬) এবং বৈজ্ঞানিক কর্মকর্তা (গ্রেড-৯) দ্বারা পরিচালিত হয়। বর্তমানে গাইবান্ধা শহরের গোডাউন রোডে রেল স্টেশনের পশ্চিম পার্শ্বে ( উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের কাছাকাছি) ভাড়া বাসায় কার্যক্রম পরিচালিত হচ্ছে।