Wellcome to National Portal
Main Comtent Skiped

Service List
  • অনলাইন/ডিজিটাল পদ্ধতিতে সার সুপারিশ করা।
  • অফলাইন/ডেস্কটপ পদ্ধতিতে সার সুপারিশ করা।
  • ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা (উপজেলা নির্দেশিকা) সরবরাহ।
  • ভূমি, মাটি ও সার সুপারিশ সহায়িকা (ইউনিয়ন সহায়িকা) সরবরাহ।
  • উপজেলা নির্দেশিকার তথ্য-উপাত্তের ভিত্তিতে সার সুপারিশ কার্ড প্রদান।
  • মাটির ভৌত ও রাসায়নিক গুণাবলী বিশ্লেষণ করে মাটির স্বাস্থ্য  কার্ড বিতরণ।
  • মাটি ও ভূমির গুণাগুণ অনুযায়ী ফসল নির্বাচনে সহযোগিতা।
  • গবেষণাগারে পরীক্ষার জন্য মাটি ও সারের নমুনা সংগ্রহে সহযোগিতা।
  • মৃত্তিকা ও সারের নমুনা বিশ্লেষণ ও ফলাফল প্রদান।
  • সরেজমিনে ভেজাল সার সনাক্তকরণে সহযোগিতা ও পুস্তিকা সরবরাহ।
  • সমস্যাক্লিষ্ট মাটি সনাক্তকরণ ও সংশোধনে সহযোগিতা।
  • সয়েল প্রোফাইল বর্ণনা এবং মৃত্তিকা সনাক্তকরণে সহযোগিতা।
  • কৃষি উন্নয়নের সাথে সংশ্লিষ্ট NGO কর্মী, সম্প্রসারণ কর্মী ও কৃষকের দক্ষতা বৃদ্ধির জন্য নিম্নে লিখিত বিষয়ে প্রশিক্ষণ প্রদান- 

                   ১।মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি।

                   ২।মাটির স্বাস্থ্য সুরক্ষায় সুষম ও জৈব সারের ভূমিকা।

                   ৩।ভেজাল সার সনাক্তকরণের পদ্ধতি।

                   ৪।জৈব সার প্রস্তুতকরণ ও মাটির উর্বরতা শক্তি রক্ষা।